About

গণিতবিদ চার্লস ব্যাবেজ সাহেব যখন কম্পিউটার এর ধারণা দিয়েছিলেন তখন তিনি ভেবেছিলেন এই যন্ত্রখানা দিয়ে অনেক জটিল জটিল হিসাব নিকাশ খুব সহজে করা যাবে। তো তারপর অনেকগুলা বছর কেটে গেল। কম্পিউটার এর এত বেশী উন্নতি সাধন হল যে কম্পিউটার এর আসল উদ্দেশ্য থেকে আমরা যোজন যোজন দূরে গিয়ে শুধু মাত্র গেমস খেলা, মুভি দেখা, গান শোনাতেই মগ্ন থাকি। ব্যাপারটা বেশ পীড়াদায়ক!!! তাই চেষ্টা করব প্রোগ্রামিং এর শুরুর দিকের কিছু এখানে লিখে রাখতে। তবে একটা জিনিস, এই ব্লগটা পড়ে থেমে থাকবে না!! আমি শুধু দরজাটা দেখিয়ে দিতে পারি, দরজা খুলে করিডোরে হাঁটা, আর করিডোর এর সব দরজা খুলে দেখা তোমাদের দায়িত্ব!!!

One thought on “About

  1. কি ভায়া দরজা টা কোথায় গেলো খুঁজে পাচ্ছি না, দয়া করে খুলে দিন, দেশের জন্য বাকী দরজা গুলো যে খুলতে হবে

Leave a comment